আজকের ক্রাইম ডেক্স: মির্জাপুরে অস্ত্র (চাপাতি) নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার অপরাধে অষ্টম শ্রেণির এক ছাত্রকে স্কুল থেকে বহিষ্কারের খবর পাওয়া গেছে। রোববার ঘটনাটি ঘটেছে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে।
বহিষ্কৃত ছাত্রের নাম সামির আলী। সে পৌর সদর বাইমহাটি প্রফেসর পাড়া এলাকার এমদাদ আলীর ছেলে। জানা যায়, রোববার সকালে চলমান অষ্টম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় বিদ্যালয়ের ৫ নম্বর কক্ষে সামির আলী নামের ওই ছাত্র প্যান্টের পকেটে চাপাতি নিয়ে প্রবেশ করে।
এ সময় পরীক্ষার হলে ছাত্রের গতিবিধি দেখে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আলো রানী পোদ্দারের সন্দেহ হলে তিনি ওই ছাত্রের পকেট কী আছে তা জানতে চান। এক পর্যায়ে সে চাপাতিটি বের করতে বাধ্য হয়। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানকে অবহিত করেন।
পরে প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো: হাফিজুর রহমানকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত ছাত্রের অভিভাবকের অঙ্গীকারনামা রেখে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কারের নির্দেশ দেন।
এদিকে চাপাতি নিয়ে পরীক্ষার হলে প্রবেশের ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় বলে জানা গেছে।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযুক্ত ছাত্রের অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: হাফিজুর রহমান বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। পরীক্ষার হলে চাপাতি নিয়ে প্রবেশ করায় ওই ছাত্রকে স্কুল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.