আজকের ক্রাইম ডেক্স॥ পটুয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা ট্যাবলেট ও ৩৪ পুরিয়া হেরোইনসহ অনামিকা তালুকদা নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১১ জুন) দুপুরে শহরের নবাবপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ১১ হাজার ১১৭ টাকা ও চারটি মোবাইল জব্দ করা হয়েছে।
আটক অনামিকা শহরের নবাবপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হীরা তালুকদারের স্ত্রী।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নবাবপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনামিকাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে কোর্টে পাঠানো হবে। তিনি আরও বলেন, জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.