অনলাইন ডেস্ক
ভারতে ধর্মীয় সংঘাতের ঘটনায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দায়েরকৃত মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বার্তা, বিভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়া এবং জনসাধারণের শান্তিপূর্ণ অবস্থানের জন্য ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুলিশের স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউসন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) ইউনিটের দায়ের করা ওই মামলা বা এফআইআরে (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) থাকা নামের মধ্যে বহিষ্কৃত বিজেপির দিল্লির মিডিয়া সেলের প্রধান নাভিন কুমার জিন্দাল, পিস পার্টির প্রধান মুখপাত্র শাদাব চৌহান, সাংবাদিক সাবা নাকভি, হিন্দু মহাসভার পদধারী নেতা পূজা শাকুন পান্ডে, রাজস্থানের মাওলানা মুফতি নাদিম, আব্দুর রেহমান, অনিল কুমার মীনা এবং গুলজার আনসারির নাম রয়েছে।
একই অভিযোগ দায়ের করা দ্বিতীয় এফআইআরে বহিষ্কৃত বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশের ডেপুটি কমিশনার (আইএফএসও) কেপিএস মালহোত্রা বলেন, ধর্মীয় দৃষ্টির বাইরে গিয়ে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের এই ইউনিট সাইবার স্পেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে মিথা এবং ভুল তথ্য ছড়ানোয় বিভিন্ন সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের ভূমিকা তদন্ত করবে, যার প্রভাবে দেশে সামাজিক পরিসরে নাগরিকদের সহাবস্থান বিঘ্নিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.