অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। স্থানীয় একটি গণমাধ্যম সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ইউটিউবার রোদ্দুর রায়ের বাড়ি দক্ষিণ কলকাতায়। রাজ্যের বেশ কয়েকটি থানায় রোদ্দুর রায়ের বিরুদ্ধে উসকানিমূলক এবং অসম্মান ছড়ানোর অভিযোগ ছিল।
তবে সম্প্রতি সংগীতশিল্পী কেকের মৃত্যু নিয়ে আরেক শিল্পী রূপঙ্কর বাগচীর করা এক মন্তব্য ঘিরে সক্রিয় হয়ে ওঠেন রোদ্দুর রায়। ভারতের গোয়া থেকে
এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাতিজা সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীর্যক মন্তব্যও করেন তিনি। নতুন করে এ ইস্যুতে শুরু হয় বিতর্ক। এ ঘটনায় একাধিক মামলা করেন তৃণমূল সমর্থকরা। তারই পরিপ্রেক্ষিতে গোয়া থেকে গ্রেফতার করা হলো রোদ্দুর রায়কে।
এর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতাকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়।
পেশায় একজন প্রকৌশলী হওয়া সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে তীর্যক মন্তব্য, সমালোচনা এবং ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য গত কয়েক বছর ধরেই রোদ্দুর রায়কে চেনেন দেশ-বিদেশের মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.