মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)
দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ আটক করে ৩টি চোরাই গরু উদ্ধার ও আন্তঃজেলার গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ভোরে চোরেরা পিকআপ নং নঁওগা-ড-১১-০০৪০ যোগে ৩টি গরু চুরি করে বগুড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নিতাই শাহ কারিগরি কলেজের সামনে তাদের গ্রেফতার করে টহলরত পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিন্নাগাড়ি-মাছুয়াপাড়ার মৃত- ফসির উদ্দিনের ছেলে মোঃ মজিদুল মইদুল(৩৫), পার্বতীপুর মুন্সি পাড়ার মৃত- আঃ ছাত্তারের ছেলে মোঃ আঃ কাদের (৫০)।হেলপার বগুড়ার নুরুইলের মৃত- জাহিদুলের ছেলে মোঃ ছমির উদ্দিন ডাবলু(২৮),চালক একই জেলার শেখের কোলা চরপাড়ার মৃত- সাদেক মন্ডলের ছেলে মোঃ তোফাজ্জল (৪৭)।
পুলিশ জানায়,উপ-পরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে এ এসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ভোরে ঘোড়াঘাট -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের কারিগরি কলেজের সামনে রাত্রি কালিন ডিউটির সময় চেকপোস্টে স্থাপন করে সন্দেহভাজন একটি পিকআপকে আটক করে। । পিকআপটি তল্লাশী করে পিকআপের বডির উপর ত্রিপলের নিচে দু'জন ব্যক্তির বসে থাকতে দেখে এতে পুলিশের সন্দেহ হয়। সময় ত্রিপলের নীচে আমের ঝুড়ির আড়ালে পা এবং মূখ বাঁধানো ৩টি গরু দেখতে পেয়ে পুলিশ বসে থাকা ব্যক্তিদেও গরুর প্রয়োজনীয় কাগজ দেখতে চাইলে তারা পালানোর চেষ্টা করে।এ সময় পুলিশ তাদের আটক করে। ৩ টি গরু উদ্ধার করে। চুরির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করে।
ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান,আন্তঃজেলা চোর চক্রের ৪জন চোরকে আটক এবং তাদের চুরি করা ৩ টি গরু উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত কয়েক জনের নাম উল্লেখ করে তারা তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ সকল প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.