তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি:
তেঁতুলিয়ায় এক মেয়ে এসএসসি পরীক্ষার্থীর ছবি ইডিট করে অশ্লীল ছবি যুক্ত করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক ছেলে এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাতে মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে ছেলেকে আটক করে রোবাবর দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়।
মামলা এজহার সুত্রে জানাযায়, উপজেলার শালবাহান ইউনিয়নের ছোট দলুয়াগছ গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে কালান্দিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীর সঙ্গে একই বিদ্যালয়ের এসএসসি সহপাঠী বোয়ালমারী গ্রামের নায়েব আলীর পুত্র তারা দু'জন একই সাথে প্রাইভেট পড়তো। পাইভেট পড়ার সুবাদে দুজনের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়। একপর্যায়ে ওই ছেলে শিক্ষার্থী মেয়েটিকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসতো। এতে মেয়েটি রাজি না হওয়ায় ছেলেটি ক্ষিপ্ত হয়ে একটি ফেসবুকে একটি আইডি খুলে। ঐ আইডি থেকে মেয়েটির ছবি মাথার অংশ ঠিক রেখে অন্য ছবি ইডিট করে খোলা অংশ যোগ করে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে পোস্ট করেন। এতে ওই মেয়েটি দেখতে পেয়ে তার বাবাকে জানান। পরবর্তীতে তার পিতা বাদী হয়ে তেতুলিয়া মডেল থানায় ২০১২ সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৩
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, ঐ মেয়ে পরীক্ষার্থী পিতার অভিযোগের প্রেক্ষিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলার পর আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.