অনলাইন ডেস্ক
কম দামে রেকর্ড পরিমাণে রাশিয়ান তেল আমদানির সুবিধা পেয়েছে ভারত। তাই বিশ্বব্যাপী জ্বালানির দর বৃদ্ধি হলেও ভারতে কিছুটা কমলো পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম। জনগণকে স্বস্তি দিয়ে এক ধাক্কায় পেট্রোলের ওপর থেকে ৮ রুপি , ডিজেলের ওপর থেকে ৬ রুপি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে লিটারপ্রতি পেট্রোলের দাম কমবে ৯রুপি। ডিজেলের দাম লিটারপ্রতি কমবে ৭রুপি।
এ ছাড়াও গ্যাস সিলিন্ডারে ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে ২০০ রুপি। ভারত সরকারের দাবি, এতে প্রায় ২০ কোটি গ্রাহক উপকৃত হবেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এক ধাক্কায় এত শুল্ক প্রত্যাহারের ফলে কেন্দ্রীয় কোষাগার থেকে বছরে প্রায় এক লাখ কোটি রুপি হারাবে কেন্দ্রীয় সরকার। শনিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে দেশ জুড়ে।
ক্রমাগত পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে চাপ বাড়ছিল কেন্দ্রীয় সরকারের ওপর। বাধ্য হয়ে দাম কমানোর পথে হাঁটে কেন্দ্র। এর আগে গত বছরের নভেম্বর মাসেও একবার দাম প্রত্যাহারের পথে হেঁটেছিল কেন্দ্র। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর রেকর্ড পরিমাণে বাড়তে থাকে পেট্রোপণ্যের দাম। এরপর রাশিয়া থেকে ছাড়মূল্যে রেকর্ড পেট্রোপণ্যের আমদানি শুরু করে ভারত। ফলে ট্যাক্স কমিয়ে মূল্য ছাড় দিলেও বড় প্রভাব পড়েনি কেন্দ্রীয় কোষাগারে। দাম কমানোর আগে কলকাতায় পেট্রোলের দাম ছিল প্রায় ১১৬ রুপি। ডিজেলের দাম ছিল ১০৩ রুপি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.