অনলাইন ডেস্ক
ময়মনসিংহের তারাকান্দায় বিরোধপূর্ণ জমি থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে জাহানারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বাহেলা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত জাহানারা খাতুন (৪৫) উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামের ইদ্রিছ আলীর স্ত্রী। এ সময় নিহতের স্বামী ইদ্রিছ আলীও আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহেলা গ্রামের বাড়ির জায়গা নিয়ে ইদ্রিছ আলীর সঙ্গে তার সহোদর ভাই সিদ্দিক মিয়া ও হাবিবুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার ইদ্রিছ আলী বিরোধপূর্ণ ওই জমি থেকে বাঁশ কাটতে গেলে তার ভাই সিদ্দিক মিয়ার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইদ্রিছ আলীকে হত্যারও হুমকি দেন সিদ্দিক।
মঙ্গলবার দুপুরে ইদ্রিছ আলী স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভাই সিদ্দিক মিয়া ও হাবিবুর রহমানসহ কয়েকজন ঘরে গিয়ে তাকে পিটিয়ে আহত করে। এ সময় তার স্ত্রী জাহানারা বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্বামী-স্ত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে স্ত্রী জাহানারাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এলাকায় অভিযান চালায় ইদ্রিছের ভাই সিদ্দিক মিয়াসহ অন্তত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। জমিতে বাঁশ কাটাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই সিদ্দিক মিয়াসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.