আজকের ক্রাইম ডেক্স: অর্থ আত্মসাৎ মামলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশালের এক কর্মচারীকে ১ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে বরিশাল তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ শিবলী নোমান খান আসামি জাকির হোসেনের অনুপস্থিতে এই রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী রাসেল সিকদার জানান, ২০১৮ সালের ১০ নভেম্বর বরিশাল মেরিন ওয়ার্কশপ মাঠ থেকে ৭ শতাংশ জমি লিজ দেয়ার কথা বলে জাকির নগরীর বান্দ রোড এলাকার সিরাজ মল্লিকের ছেলে মো. রুবেলের কাছ থেকে ১০ লাখ টাকা নেন। ওই জমির লিজ এনে দিতে ব্যর্থ হয় জাকির। পরে টাকা ফেরত দিতেও টালবাহানা শুরু করে করে।
একপর্যায়ে ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর পূবালী ব্যাংক হাসপাতাল রোড শাখার ১০ লাখ টাকার একটি চেক রুবেলকে দেন জাকির। যা একই বছর ৪ অক্টোবর ডিজঅনার হয়।
এ ঘটনায় জাকিরকে ওই বছরের ২৮ অক্টোবর লিগ্যাল নোটিশ দেয়া হয়। টাকা ফেরত না দেওয়ায় ২০২১ সালে আদালতে মামলা করেন রুবেল।
জাকির হোসেন বরিশাল বিআইডব্লিউটিএ’র নিম্নমান সহকারী পদে কর্মরত রয়েছেন। বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, রায়ের কপি পেলে সরকারি বিধান অনুযায়ী জাকির হোসেনকে চাকরি থেকে বহিষ্কার করা হবে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুক্তার হোসেন, জরিমানা টাকা দিয়ে আসামি মুক্তি পাবে, এছাড়া অন্য কোনো পথ খোলা নেই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.