বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় চাঁদপাশা ইউনিয়ন একাদশ দল ২-১ গোলে জাহাঙ্গীর নগর ইউনিয়ন একাদশ দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ স্টেডিয়াম
মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে বালক গ্রুপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
এসময় চ্যাম্পিয়ন দলের পক্ষে চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ারের হোসেন ঢ়ারী এবং রানারআপ দলের পক্ষে জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু উপস্থিত ছিলেন।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দেবাশীষ চৌধুরী, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ উদ্দিন আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহজাহান খান, সহ সভাপতি প্রভাষক সাইফুল রহিম, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.