রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দ্বিতীয় ও ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ৭৮টি পাকা রঙিন ঘর হস্তান্তর করা হয়েছে। সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ঘর হস্তান্তরে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি অনুষ্ঠানের পর বানারীপাড়ায় আশ্রয়ণ-২ প্রকল্পের ৭৮টি ঘরের চাবি ও জমির দলিল আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান আ. জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সদস্য ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বাইশারী ইউপির চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী,বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন উদয়কাঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হুমায়ুন কবির, প্রমুখ। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস, সমবায় কর্মকর্তা অাফসানা শাখী, সাংবাদিক এস. মিজানুল ইসলাম,
উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম বেপারী,
বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন,
কেএম সফিকুল আলম জুয়েল, প্রভাষক মামুন আহমেদ, ইলিয়াস শেখ, রেজাউল ইসলাম (বেল্লাল) ও স্বপন মাঝি, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য: মঙ্গলবার সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তরে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ৪টি উপজেলার সঙ্গে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করেন। উপজেলাগুলো হলো ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলা, বরগুনা জেলার বরগুনা সদর উপজেলা ও চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা। প্রধানমন্ত্রী এসব জেলার জেলা প্রশাসকসহ উপজেলায় ১ম ও ২য় ৩য় পর্যায়ে ঘর পাওয়া উপকারভোগী বিভিন্ন অসচ্ছল নারী ও পুরুষের সঙ্গে কথা বলেন।
তারা প্রধানমন্ত্রীকে পরশ পাথরের সঙ্গে তুলনা করে তাকে প্রাণভরে দোয়া করেন।
এ সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন।
রাহাদ সুমন,
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.