অনলাইন ডেস্ক
আগামী জুন মাসের ১১ তারিখ অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এক প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ফুটবল বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার। সেই ম্যাচ নিয়ে এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা। ফিফা চাইলেও তা মেনে নিতে চাইছে না আর্জেন্টিনা। এখন আদালতে যেতে চাইছে দলটি।
খবর রয়টার্স এর।
বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য এই ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছিল। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়ে দিয়েছে ম্যাচটি খেলতেই হবে। তবে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
আগে বলা হয়েছিল ম্যাচটি ব্রাজিলের মাঠেই খেলতে হবে, তবে তা হচ্ছে না- ম্যাচটি অস্ট্রেলিয়ার বেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হওয়ার কথা।
যদিও বাতিল হওয়া এই ম্যাচটি পুনরায় খেলবে না বলে সংশ্লিষ্ট আদালতে আপিল করতে চাইছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। উল্লেখ্য, আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা প্রভাবশালী এই দু’টি দেশ সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে মুখোমুখি হয়েছিল।
কিন্তু সেদিন খেলা শুরুর ৫ মিনিটের মাথায় করোনাভাইরাস সতর্কতার বিষয়ে ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের বাড়াবাড়ির কারণে স্থগিত হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.