অনলাইন ডেস্ক
ঋণ ছাড়াই ৪ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চার হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের সব টাকা সরকারি খাত থেকে মেটানো হবে। অর্থাৎ এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ঋণ নেওয়া হবে না।
প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (১৯ এপ্রিল) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, পাঁচটি মন্ত্রণালয়ের ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৬টি প্রকল্প নতুন। এসব প্রকল্পের সব অর্থায়ন আমাদের নিজস্ব। কোনা টাকাই ঋণ নেই। পুরোপুরি আমাদের নিজস্ব অর্থায়নে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এটা আমাদের আন্দের বিষয়। আমাদের নিজস্ব সক্ষমতা বেড়েছে, ঋণের টাকা নেই।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.