অনলাইন ডেস্ক
ভারতে জ্বালানি তেলের দাম বেড়েই চলছে। একদিনের ব্যবধানে আজ শনিবার পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৮০ পয়সা। এ নিয়ে গত ১২ দিনে প্রতি লিটারে বেড়েছে ৭ রুপি ২০ পয়সা। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে গতকাল প্রতি লিটার পেট্রোল বিক্রি হয়েছে ১০১ রুপি ৮১ পয়সায়। আজ বিক্রি হচ্ছে ১০২ রুপি ৬১ পয়সায়।
এ ছাড়াও, প্রতি লিটার ডিজেলের দাম ৯৩ রুপি ৭ পয়সা থেকে বেড়ে ৯৩ রুপি ৮৭ পয়সা হয়েছে বলে রাজ্যের খুচরা জ্বালানি বিক্রেতাদের মূল্যতালিকা সূত্রে জানা গেছে।
জ্বালানি তেলের দামের সমন্বয় হার সংশোধনে সাড়ে ৪ মাসের দীর্ঘ বিরতির পর গত ২২ মার্চ থেকে এখন পর্যন্ত ১০ বার দাম বেড়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.