অনলাইন ডেস্ক
রাশিয়ার বেলগরদ শহরের তেলের গুদামে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগ করেছেন শহরটির আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ। খবর বিবিসির।
ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর হেলিকপ্টার শহরের একটি তেলের গুদামে হামলা চালিয়েছে।
টেলিগ্রাম চ্যানেলে গ্ল্যাডকভ বলেন, শুক্রবার সকালে তেলের গুদামে যে আগুন লেগেছে তার কারণ হলো ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে চালানো হামলা।
তিনি জানান, এ হামলায় দুজন আহত হয়েছেন। তাদের কারও অবস্থা গুরুতর নয়।
শহরটির আঞ্চলিক গভর্নর আরও জানান, আশপাশ থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে এবং দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নভোস্তি জানিয়েছে, বেলগরদ শহরে তেলের আটটি ট্যাংকে আগুন লেগেছে এবং আরও আটকি ট্যাংকে তা ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
দুই দিন আগে এ অঞ্চলে অস্ত্র সংরক্ষণাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
ইউক্রেন এখন পর্যন্ত কোনো হামলার দায় স্বীকার করেনি।
রাশিয়ার বেলগরদ শহরটি ইউক্রেনের সীমান্তে অবস্থিত।
২৪ ফেব্রুয়ারির পর থেকে রাশিয়ার হামলার প্রতিরোধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা চললেও এখনও কোনো ফল মেলেনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.