অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য সাহায্য করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বিবিসি।
এ বিষয়ে অবগত এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার বরাতে অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, জেলেনস্কি বলেছেন, যুদ্ধ হচ্ছে ইউক্রেনে। আমার গোলাবারুদ দরকার, আমাকে নিরাপদে সরিয়ে নেওয়ার দরকার নেই।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, জেলেনস্কিকে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল।
সম্প্রতি তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, যখন তোমরা হামলা করবে তখন আমাদের সম্মুখভাগ দেখতে পাবে, আমাদের পেছনের অংশ নয়।
এর আগে কিয়েভ থেকে পালিয়ে গেছেন জেলেনস্কি— এমন খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার সহযোগীদের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, আমরা সবাই এখানে এবং এভাবেই থাকব।
বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.