তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় পর্ব শত্রুতায় রাতের অন্ধকারে চা বাগান কেটে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ইসলামবাগ গ্রামে মাহাবুব ইসলামের চা বাগানে এ ঘটনাটি ঘটে। প্রতিদিনের ন্যায় শ্রমিক চা বাগানে কাজ করতে গিয়ে বুধবার সকালে দেখেন কে বা কাহারা রাতের অন্ধকারে চা গাছ কেটে ফেলে রেখেছে। তাৎক্ষনিক বিষয়টি বাগান মালিককে জানান। এহেন ঘটনায় এলাকায় ঘৃণা ও ক্ষোপের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মাহাবুব ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে তেঁতুলিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মাহাবুব ইসলাম জানান, গত দুই বছর আগে এক একর জমিতে চা বাগান লাগিয়ে যত্ন করে আসতেছি। আমার সাথে কোন লোকের কোন শত্রুতাও নাই কে বা কারা এমন জঘন্যতম কাজ করেছে তা বলতে পারছিনা।
এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.