অনলাইন ডেস্ক
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ফের খুলতে চলেছে পশ্চিমবঙ্গের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান।
সোমবার রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন’ থেকে এই ঘোষণা দেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি বলেন ‘স্কুল (অষ্টম-নবম-দশম-একাদশ-দ্বাদশ শ্রেণি), কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিকেটনিক, আইটিআই- এগুলি আগামী ৩ তারিখ থেকে শুরু হয়ে যাবে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজার ছুটি।
সেক্ষেত্রে ৩ তারিখ স্কুল খুললে তারা সকলেই সরস্বতী পূজা করতে পারবে। অন্যদিকে পঞ্চম-ষষ্ট ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাড়ায় পাড়ায় পাঠশালা হবে। সেক্ষেত্রে পাড়াতেই ছোট ছোট জায়গায় শিক্ষালয় তৈরি করে শিক্ষকরা সেখানে শিক্ষা দেবেন। তবে ছোটদের স্কুল (প্রথম-চতুর্থ) এখনই খুলছে না।
’
এদিকে রাজ্যজুড়ে কোভিড-১৯ সংক্রমণ রোধে যে বিধিনিষেধ ৩১ জানুয়ারি পর্যন্ত জারি ছিল তা নতুন করে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার ফলে একাধিক ক্ষেত্রে শিথিল করা হয়েছে।
উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী রবিবার একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪২৭ জন, সবমিলিয়ে এখনও পর্যন্ত এই ভাইরাসে সংক্রমিত ১৯,৯৩,৬০৬ জন। রবিবার একদিনে কোভিডে মৃত ৩৩ জন, সবমিলিয়ে মৃতের সংখ্যা ২০,৫৮৩।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.