আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে করোনা ছুঁই ছুঁই আরো ২ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। করোনাভাইরাসের তৃতীয় ঢেউ সিলেটে বাড়াচ্ছে দুশ্চিন্তা। প্রতিদিনই কেড়ে নিচ্ছে প্রাণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ভয়ঙ্কর এ ভাইরাসে মারা গেছেন দু,জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় এখন পর্যন্ত ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হলো। একই সময়ে ১ হাজার ৭৩৩ জনের নমুনা পরীক্ষায় ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৩৭ দশমিক শূন্য ৫।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে নতুন করে করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৪৩৫, সুনামগঞ্জের ৬৭, হবিগঞ্জের ২৯ ও মৌলভীবাজারের ১১১ জন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৯১ জন। তাঁদের মধ্যে সাতজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.