বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু এর নেতৃত্বে জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইউপি সদস্য, বিএনপি ও ওয়ার্কার্স পার্টির প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে আ’লীগে প্রত্যাবর্তন করেছেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে প্রত্যাবর্তন করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মু আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে প্রত্যাবর্তণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় এই চেয়ারম্যান কামরুল আহসান খান হিমুর প্রত্যাবর্তণ অনুষ্ঠান উপলক্ষে উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে প্রায় দুই সহস্রাধিক নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ন নেতা বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র দিক নির্দেশনায় তিনি পূনরায় আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে প্রত্যাবর্তন করেন।
প্রত্যাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস এম শাহিনুল ইসলাম সিকদার, আঃ মান্নান হাওলাদার, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, আঃ মতিন রাঢ়ী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোঃ কামাল হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সামসুজ্জামান সোহেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, জেলা পরিষদের সদস্য মোঃ মাইনুল হোসেন পারভেজ মৃধা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী প্রমূখ।
উল্লেখ্য কামরুল আহসান খান হিমু ছাত্র জীবন থেকেই ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরে তিনি জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসাবে দীর্ঘদিন দ্বায়িত্ব পালন করছেন। পরে তিনি ২০০৮ সালে বিএনপিতে যোগদান করেছিলাম। দীর্ঘদিন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। অবশেষে গতকাল বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে পূনরায় আওয়ামী লীগে প্রত্যাবর্তন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.