বিনোদন ডেস্ক
বিয়ের খবর না দিয়ে সরাসরি মা হতে যাওয়ার খবর দিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সন্তানের বাবা কে, তাও জানিয়েছেন তিনি। অভিনেতা শরিফুল রাজ তার অনাগত সন্তানের বাবা। রাজকে বিয়ে করেছেন বলেও জানিয়েছেন পরী।
পরীমণি বলেন, ‘কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। সোমবার দুপুরে ডাক্তারের কাছে গেলে সুখবরটি পাই। এরপরই সবাইকে জানাই। এমন খবরে আমি আর রাজ দুজনেই অন্য এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। খবরটি শোনা মাত্র দুজনের চোখেই পানি চলে এসেছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন’।
কিন্তু কবে বিয়ে করলেন তারা। সেই প্রশ্নে শরিফুল রাজ সমকালকে বলেন, ‘গতবছরের ১৭ অক্টোবর পরীকে আমি বিয়ে করি। আমরা নিজেরা নিজেরা বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি। আমিই পরীর সন্তানের বাবা।’
তিনি বলেন, ‘পরীমণি আমার সন্তানের মা হচ্ছে। সে মা হওয়ার পর বড় করে আমরা বিয়ের আয়োজন করব।’
এদিকে সোমবার দুপুরে দুজনের একটি ছবি শেয়ার করেন শরিফুল রাজ। নিজের ফেসবুক আইডিতে সেই ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী!’
পরীমণি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। এরমধ্যে তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.