অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের নতুন ধরনের খোঁজ পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা। দেশটির মেডিটেরানি ইনফেকশন নামে একটি প্রতিষ্ঠান এর নাম দিয়েছে ‘ইহু’। নতুন এ ধরন ওমিক্রনের চেয়ে বেশিবার মিউটেশন হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানায়।
খবরে বলা হয়, হয়তো করোনাভাইরাসের নতুন এ ধরনের উৎপত্তি মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন থেকে।
ফ্রান্সের মার্সেই শহরে করোনার নতুন ধরন ইহু বা বি.১.৬৪০.২-তে আক্রান্ত হয়েছেন অন্তত ১২ জন। তাদের আক্রান্ত হওয়ার সঙ্গে ক্যামেরুনে ভ্রমণের সম্পর্ক রয়েছে।
ফলো করুন-
গবেষকদের দাবি, নতুন এ ধরনে ভাইরাসের অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে।
ভাইরাসের নতুন এ রূপ কতটা সংক্রামক তা এখনো স্পষ্ট করেননি গবেষকরা।
শুধু একটি দেশে ‘ইহু’তে আক্রান্ত রোগী পাওয়া গেছে এবং একে এখনও নতুন ধরন হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং টুইটারে লেখেন, করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। সব ধরন যে ভয়ংকর হবে তা কিন্তু নয়। মূল ভাইরাসের সঙ্গে এর মিউটেশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।
দক্ষিণ আফ্রিকায় ২৪ নভেম্বর করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়। এর পর থেকে বিশ্বের প্রায় ১০০ দেশে ছড়িয়ে পড়েছে এটি। এ পর্যন্ত বিশ্বজুড়ে অন্তত দুই হাজার মানুষ এ ধরনে আক্রান্ত হয়েছে।
চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৩০ লাখ ৮৫ হাজার মানুষ ও মৃত্যু হয়েছে ৫৪ লাখ ৬৭ হাজার ৮১৯ জনের।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.