আজকের ক্রাইম ডেক্স
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা দাবা লীগ-২০২২ উদ্বোধন অনুষ্ঠানের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে উক্ত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আরাফাত রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক,(শিক্ষা ও আইসিটি), চুয়াডাঙ্গা, জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার(সদর)চুয়াডাঙ্গা, জনাব মোঃ মাসুদুর রহমান মল্লিক জিপু, যুগ্ন সম্পাদক বাংলাদেশ দাবা ফেডারেশন, জনাব নাসির আহাদ জোয়ার্দ্দার, আহব্বায়ক দাবা উপ কমিটি, জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা। বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় চুয়াডাঙ্গা জেলায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে জেলা দাবা লীগ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজন ও পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় অদ্য ০৫.০১.২০২২ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) দেশে দাবা খেলার বিপ্লব ঘটাতে প্রথমবারের মতো তৃণমূলে অর্থাৎ জেলা দাবা লীগ চালুর উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজন ও পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণায় এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় চুয়াডাঙ্গা জেলাতেও দাবা লীগের আয়োজন করা হয়েছে। প্রথমবার আয়োজিত এ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা দাবা লীগ-২০২২ এ তিনদিন ব্যাপী অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলার ১০টি ক্লাব/সংস্থার ব্যানারে ৬০জন প্লেয়ার অংশগ্রহণ করেন। ম্যাচ পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ণশীপ নির্ধারিত হবে। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলসেডে লীগের খেলাগুলো অনুষ্ঠিত হবে। খেলায় দলগুলোর জন্য প্রাইজমানি ছাড়াও চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হবে।
চুয়াডাঙ্গা জেলা দাবা লীগ-২০২২ এর সভাপতি ও পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলায় প্রথমবারের মতো দাবা লীগ হতে যাচ্ছে। তাছাড়া করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনের স্থবিরতা কাটিয়ে খেলাধুলার আয়োজন হচ্ছে। আমরা আয়োজনটিকে যথাসম্ভব উৎসবমুখর এবং প্রাণবন্ত করতে চেষ্টা করবো। জেলা দাবা লীগ দিয়ে আমরা শুরু করছি। পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে দাবা প্রতিযোগিতা এবং স্কুল দাবা প্রতিযোগিতা আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.