এ সময়, তাকে স্ট্যাটিক গার্ড ও লাল গালিচায় অভ্যর্থনা জানিয়েছে দেশটির সরকার। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফরে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে।
মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে ছয় দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশটির রাজধানী মালেতে।
বুধবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা তিনটার কিছু পরে দেশটির ভিলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি।
দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে, লাল গালিচায় সংবর্ধনার পাশাপাশি বর্ণাঢ্য স্ট্যাটিক গার্ডে দেশটিতে অভ্যর্থনা জানানো হয় সরকারপ্রধানকে।
বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহর সঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
এরআগে, বেলা ১২টার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের লাউঞ্জে তাকে বিদায় জানান, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক প্রতিনিধি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সফর শেষে ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.