অনলাইন ডেস্ক
বিজয় দিবস উপলক্ষে রোববার রাজধানীতে র্যালি করবে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হবে।
র্যালি সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এসব সংগঠনের পাশাপাশি সমমনা ও বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক সংগঠনের নেতাকর্মীও এতে অংশ নেবেন। র্যালিতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে দলের কেন্দ্রীয়, মহানগর, থানা ও ওয়ার্ড নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নগরবাসীকে র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লাখো শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। অথচ কখনও বাকশালের নামে, কখনও উন্নয়নের নামে গণতন্ত্রকে দাফন করা হয়েছে। মানুষের কণ্ঠের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। সৃষ্টি করা হয়েছে ভয়ের পরিবেশের। বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে দেশে গণতন্ত্র হত্যাকারীরা ক্ষমতায়।
তিনি বলেন, ক্ষমতায় চিরস্থায়ীভাবে টিকে থাকার মোহ থেকেই আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে জবাই করেছে। আর এটি করতে গিয়ে সারাদেশকেই বধ্যভূমিতে পরিণত করেছে। তারা দেশের জনগণ, বিরোধী রাজনৈতিক দল ও বিরোধী মতের মানুষকে মনে করে ভাড়াটিয়া বা প্রজা, আর নিজেদের দেশের মালিক মনে করে। তাই নির্বাচন, ভোট, মত প্রকাশের স্বাধীনতা সবকিছু বানের জলে ভাসিয়ে দিয়ে তারা নিজেদের ইচ্ছেমতো দুঃশাসন কায়েম করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.