অনলাইন ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার দিল্লির জাতীয় সমর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধে নিহত সেনাদের স্মরণে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। খবর হিন্দুস্তান টাইমসের।
মোদি পরে দর্শনার্থী বইয়ে লিখেছেন, ‘সমগ্র জাতির পক্ষ থেকে আমি ১৯৭১ সালের যোদ্ধাদের স্যালুট জানাই। অসম সাহসী যোদ্ধাদের অনন্য কাহিনির জন্য দেশের নাগরিকরা গর্বিত।’
এদিকে বৃহস্পতিবার এক টুইটে মোদি লিখেছেন, ‘৫০তম বিজয় দিবসে আমি বীরত্ব ও আত্মত্যাগের জন্য স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সেনাদের। একসঙ্গে যুদ্ধ করে আমরা অত্যাচারী বাহিনীকে পরাজিত করেছি। বাংলাদেশের বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে ভারতের জনগণের প্রতিনিধি হিসেবে ঢাকায় বিজয় দিবসের নানা অনুষ্ঠানে উপস্থিত আছেন (ভারতের) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।’
অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা টুইটে লিখেছেন, ‘সকলেরই মনে আছে, ১৯৭১ সালে কি সাহসের সঙ্গে বীর যোদ্ধারা লড়েছিলেন। আপনাদের আত্মত্যাগকে আমরা কুর্নিশ জানাই। আমাদের সেনাবাহিনীর অবদানও স্মরণ করছি। আপনাদের বীরত্ব আজও আমাদের অনুপ্রেরণা।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.