অনলাইন ডেস্ক
কঠোর আইনের পরও নারীর প্রতি সহিংসতা পীড়াদায়ক উল্লেখ করে পুরুষকে দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ক্ষেত্রে নারীর এগিয়ে আসার প্রশংসা করে সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার কথা জানান তিনি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে তিনি ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, জুডিশিয়াল সার্ভিস, সশস্ত্র বাহিনী, খেলাধুলা এমনকি সন্তানের পরিচয়ে মায়ের নামও যোগ করেছে আওয়ামী লীগ সরকার।
কঠোর আইন করার পরও নারীর প্রতি সহিংসতা পীড়াদায়ক। কর্মক্ষেত্রের সর্বত্র নারীর এগিয়ে আসার প্রশংসা করে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রাষ্ট্র, সমাজ ও পরিবারে নারীর সমান অধিকারের জন্য লড়েছেন উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। অবদানের স্বীকৃতি দিতে তার প্রয়াণ দিবসে ১৯৯৬ সাল থেকে বেগম রোকেয়া পদক দিয়ে আসছে সরকার।
বেগম রোকেয়া পদকের পাশাপাশি নারীদের বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদকও দেওয়া হচ্ছে বলে জানান বঙ্গবন্ধুকন্যা।
পদক প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য দেশের ৫ বিশিষ্ট নারীর হাতে পদক তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
পদকপ্রাপ্তরা হলেন: নারী শিক্ষার জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া (বেলা); নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস; নারীর আর্থসামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর); নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা।
উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া দিবস পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.