আজকের ক্রাইম ডেক্স
পাবনার চাটমোহর উপজেলার চা বিক্রেতা মাজেদা খাতুন এখন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। সদ্য সমাপ্ত (২৮ নভেম্বর) নির্বাচনে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ১, ২, ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এই জীবন সংগ্রামী নারী।
চা স্টলে বসে চা বিক্রি করে কিভাবে জনপ্রতিনিধি হওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ এই মাজেদা খাতুন। তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা।
চাটমোহর রেলস্টেশনের পাশে একটি ছোট দোকানে তিনি চা বিক্রি করেন। একজন মহিলা চা বিক্রেতা থেকে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নির্বাচিত হয়ে ইউপি সদস্য মাজেদা খাতুন বলেন, আমি একজন গরীব মানুষ। আমাকে মানুষ ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।
মানুষের এই ভালোবাসার প্রতিদান আমি দিতে চাই। বিশেষ করে গ্রামের অবহেলিত নারীদের পাশে থেকে আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগীতা করতে চাই। তবে আমার যে চা বিক্রি করা ব্যবসা সেটা আমি বন্ধ করতে চাই না। সকল কার্যক্রম শেষ করে সময় পেলেই আমি চা স্টলে বসে চা বিক্রি করবো এবং এখান থেকে যতটুকু সম্ভব মানুষের সেবা করবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.