আজকের ক্রাইম ডেক্স:: বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভাবিকে হারিয়ে বিজয়ী হয়েছেন ননদ। রোববার এ ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনে ১ হাজার ৩৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রাজিয়া সুলতানা পলি নামে ওই নারী।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন- পলি, আসমা আক্তার ও হাসি আক্তার। এর মধ্যে তালগাছ প্রতীকে নির্বাচন করা আসমা সম্পর্কে সূর্যমুখী ফুল প্রতীকে জয় পাওয়া পলির ভাবি।
জানা গেছে, অপর দুই প্রার্থীর মধ্যে আসমা পেয়েছেন ৭৩৫ ভোট এবং হাসি ১ হাজার ৯২ ভোট।
পলি বলেন, ‘আমার ভাবি হাসি আক্তার ইউপি সদস্য ছিলেন। এবার আমি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি। জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি এখন তাদের প্রতি দায়বদ্ধ।’ তিনি আরও বলেন, নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা রোধে কাজ করব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.