অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের শক্তিমত্তা কতটুকু তা বেরিয়ে এসেছে এবারের বিশ্বকাপে। যাচ্ছেতাই ব্যাটিং-বোলিংয়ের অবস্থা টাইগারদের। পুচকে স্কটল্যান্ডের বিপক্ষেও হারতে হয়েছে মাহমুদউল্লাহ বাহিনীকে। ওমন পারফরম্যান্সের পর আর মুখ দেখানোর জায়গা থাকে খেলোয়াড়দের? সে কারণেই হয়তো দেশে
বিশ্বকাপে প্রত্যাশার পারদ আসমানসম হলেও বাংলাদেশ খেলেছে স্মরণকালের সবচেয়ে বাজে খেলা! স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচেই হার দেখে লাল-সবুজের প্রতিনিধি দল। এরপর দুই জয়ের সুবাদে সুপার টুয়েলভে গেলেও কোনো দলকেই হারের তিক্ততা দিতে পারেনি রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। অধিকন্তু জেতা ম্যাচও হাতছাড়া করেছে বাংলাদেশ। ভালো পারফরম্যান্সের মতো টাইগারদের মধ্যে অনুপস্থিত ছিল জেতার মন-মানসিকতাও। অন্তত এই একটা কারণে মুখ ঢাকার যথেষ্ট কারণ আছে ক্রিকেটারদের। খালি হাতে এবং বিধ্বস্ত হয়ে ফেরার পর এ ছাড়া আর কি-ই বা করার আছে তাদের?
এমিরেটস এয়ালাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার (৫ নভেম্বর) বিকাল নাগাদ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বহর। দলের সঙ্গে আসেননি মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ বেশ কয়েকজন ক্রিকেটার। বাংলাদেশ দলের বহরে যারা এই ফ্লাইটে দেশে ফিরেছেন তারা হলেন- মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ, নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারী। রাতে ফেরার কথা রয়েছে সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদীর। বাংলাদেশ দলের সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও লিটন দাস আর তাসকিন আহমেদও ফিরেননি।
সুপার টুয়েলভের সব কয়টি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে টাইগাররা। অথচ বিশ্বকাপে বড় কিছু করার স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন লাল-সবুজরা। শেষ পর্যন্ত আসর এখনও চলমান থাকলেও দেশের বিমান ধরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। এবারের আসরে প্রায় প্রতিটি দলের সঙ্গেই নাকানি-চুবানি খেয়েছে বাংলাদেশ। সেটা যেমন বোলিংয়ের ক্ষেত্রে তেমনি ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ের বেলায়ও।
বিশ্বকাপ যাত্রা শুরু করার ঠিক আগ মুহূর্তে নিউজিল্যান্ডকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তার আগে অজিদের ৪-১ ব্যবধানে হারায় টাইগাররা। দুই সিরিজ জয়ের পর অনেকেই খুশি হয়েছিলেন টাইগারদের পারফরম্যান্সে। কিন্তু কঠিন উইকেটের কারণে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায়ও দাঁড় করিয়েছিলেন কেউ কেউ। শেষোক্তদের ধারণাই সত্যি হলো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বমঞ্চে। শেষ পর্যন্ত এক রাশ হাতাশা নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.