এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ঠা নভেম্বর) সকাল ১১টার সময় জেলা আওয়ামী লীগের আয়োজনে চুয়াডাঙ্গা কালেক্টর স্কুল এ্যান্ড কলেজ মাঠে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তৃনমূল নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। নিয়মিত সম্মেলন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের উপর ভিত্তি করে সকল অপশক্তিতে মোকাবেলা করে ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে বাংলােদেশর উন্নয়ন এবং অগ্রগতিকে অব্যাহত রাখতে হবে।
জেলা আওয়ামী সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মুন্সী আব্দুল হান্নানের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক। এছাড়া সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা ও এ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা।
সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বর্ধিত সভা বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। জেলা আওয়ামী লীগের সদস্যরা ছাড়াও বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ। বর্ধিত সভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ আলোচনার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা ও জেলার সকল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.