অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহে হামলার আশঙ্কা থেকে নজিরবিহীন নিরাপত্তা বাড়ানো হয়েছে। ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশের প্রধান কেভিন ডেভিস হাই অ্যালার্ট নিশ্চিত করে বলেন, আমরা পুরো কাউন্টিতেই গুরুত্বপূর্ণ রাস্তা, ট্রানজিট হাব, শপিং প্লাজা এবং শপিং মলে পুলিশের উপস্থিতি বাড়িয়েছি।
জানা গেছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বাইরে মল ও শপিং সেন্টারে ইসলামিক স্টেট (আইসিস) হামলা চালাতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গোয়েন্দা বিভাগ। এ আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
মার্কিন গণমাধ্যম বলছে, সামনেই হ্যালোউইন আবার নির্বাচনও আছে। তাই রাস্তায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। এর আগে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রধান জানান, এ সপ্তাহে সন্ত্রাসী গ্রুপটি কারও সহায়তা ছাড়াই হামলা চালাতে পারে। সূত্র : সিবিএস নিউজ ও নিউইয়র্ক পোস্ট।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.