বাবুগঞ্জ প্রতিনিধিঃ ২৮নভেন্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগে সদ্য যোগদানকারী ও বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদ।
শনিবার(৩০অক্টোবর) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিল শেষে চেয়ারম্যান সরোয়ার মাহমুদ বলেন, গত নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী থাকা সত্ত্বেও রহমতপুর ইউনিয়নের জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। জনগণের চাওয়া পাওয়ার প্রতি শ্রদ্ধা রেখেই আবারও স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমি আবারও চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ। তবে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
উল্লেখ্য রহমতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদ ৩ ইউপি সদস্য নিয়ে গত ৭ জানুয়ারি( বৃহস্পতিবার) বিকেলে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক উৎসবমূখর পরিবেশে আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের হাতে ফুলের নৌকা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ৩ ইউপি সদস্যসহ কর্মী-সমর্থকদের নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.