অনলাইন ডেস্ক
পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ইস্তফার দাবি তোলার ‘অপরাধে’ সাবেক সেনা কর্মকর্তার ছেলেকে পাঁচ বছর কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে দেশটির সেনা আদালত এই রায় দিয়েছে।
জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাফর মেহদি আসকারির ছেলে হাসান আসকারি। গত জুলাইয়ে হাসানের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল সেনা আদালত।
পরে আত্মপক্ষ সমর্থমনের জন্য সেনা বাহিনীরই এক আইনি কর্মকর্তাকে কৌঁসুলি হিসেবে পেয়েছিলেন হাসান। পঞ্জাবের শাহিওয়াল জেলে শুনানির পর অভিযুক্তকে ‘অপরাধী’ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জেনারেল বাজওয়ার কার্যকালের সময়সীমা বাড়ানোর বিরোধিতা করে তার ইস্তফা চেয়েছিলেন পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার হাসান। তারপরেই তাকে রাষ্ট্রীয় সুরক্ষা আইনে গ্রেফতার করা হয়।
সূত্র : আনন্দবাজার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.