বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে এলাকাবাসীর সমার্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা কামাল সিকদার।
সোমবার সন্ধ্যায় রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামের তার নিজ বাড়ীতে গ্রামবাসী ও সমার্থকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রায় ৫ শতাধীক স্থানীয় জনতা উপস্থিত হয়ে মোস্তফা কামাল সিকদারকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য দাবী জানান। জনগনের দাবীর পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা করেন।
বিশিষ্ট সমাজ সেবক ফখরুল আলম খান'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ শাহীন সিকদার, হাবিবুর রহমান, বেলায়েত হোসেন, মন্টু হাওলাদার, সাহাবউদ্দিন খান, চুন্নু সরদার প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ইউনিয়নের বিভিন্ন এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোস্তফা কামাল সিকদার বলেন, আমি বিগত দিনে রহমতপুর ইউনিয়নে ৯ বছর চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেছি। মানুষ আমাকে ভালোবাসে, মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই নির্বাচনে অংশ গ্রহণ করবো আর সাধারণ জনগন সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে আসন্ন ইউপি নির্বাচনে।
সভায় বক্তারা বলেন, মোস্তফা কামাল সিকদার একজন সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। তিনি চেয়ারম্যান থাকা কালীন সময়ে জনগনের হক নষ্ট করার কোন বদনাম নেই। তাছাড়া তারা পারিবারিক ভাবেই প্রতিষ্ঠিত। এবার নির্বাচিত হলে জনগনের চাওয়ার প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.