বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং রহমতপুর ইউপির ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সদস্যা হিসেবে প্রার্থীতা ঘোষনা করেছেন বাবুগঞ্জ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) সভাপতি এবং বাবুগঞ্জে পত্রিকা এজেন্সি মোঃ সুলতান আহম্মেদের স্ত্রী মোসাঃ ডালিয়া আক্তার ডলি।
তিনি ৫নং রহমতপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডে জনগনের সেবায় নিজেকে সদা নিয়োজিত রাখতে চান। করোনাকালীন সময়ে উপজেলার বেসরকারি প্রতিষ্ঠান ( বিআরডিবি) সমিতি থেকে যারা ঋন গ্রহন করেছেন তাদের কাছ থেকে ঋন আদায়ের ব্যাপারে সরকারের নির্দেশনার পাশাপাশি তিনি সভাপতি হিসেবে পল্লী উন্নয়ন কর্মকর্তাকে ঋন গৃহিতার কাজ থেকে ঋন না নেয়ার পরামর্শ দেন। এতে উপজেলা ব্যাপী তার ওপর সমিতির ঋনগৃহিতারা সন্তষ্ট ছিলেন।
স্থানীয় এলাকার বাসিন্দা মোঃ আরিফ হোসেন জানান, ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসনে মহিলা সদস্যা হিসেবে নির্বাচিত হলে এলাকার মানুষের সেবাদানের সক্ষমতা ও পরিধি আরও বাড়বে বলে এলাকাবাসী মনে করেন।
ডালিয়া আক্তার ডলি জানান, শুভাকাংকীদের চাওয়া পাওয়ার কথা ভেবে ইউনিয়ন পরিষদে মহিলা সদস্যা হতে আগ্রহ প্রকাশ করছি। এছাড়াও তিনি জানান, যদি ১,২,৩ নং ওয়ার্ডের জনগন আমাকে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদে সংরক্ষিত মহিলা সদস্যা নিবার্চিত করেন তাহলে আমার ১,২,৩ নং ওর্য়াডের জনগনের সেবা করতে পারব বলে আশা করছি। আমি সবার কাছে দোয়া প্রার্থী।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.