অনলাইন ডেস্ক
যে কোনো মূল্যে বিআরটিএতে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অপকর্ম বন্ধ করতে বিআরটিএর চেয়ারম্যানকেও নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে, সড়ক ভবন অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্ত্রী।
এ বছর ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবসটি।
সভায় সেতুমন্ত্রী বলেন, বর্তমানে মোটরসাইকেলের উপদ্রব বেড়েছে। চালকরা কোনো নিয়ম মানে না। রাজনৈতিক কর্মীরা মোটরসাইকেল আরোহণে বেশি অনিয়ম করে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। পাখির মতো, মাছির মতো মানুষ মরছে।
মন্ত্রী আরও বলেন, আগামী বছর সড়কে বৈপ্লবিক পরিবর্তন পুরোপুরি দৃশ্যমান হবে। পদ্মা সেতু উদ্বোধন হবে। এ ছাড়া মেট্রোরেল, বাস র্যাপিড ট্রানজিট ও কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে। আগামী ২৪ অক্টোবর ঢাকা সিলেট, সিলেট তামাবিল সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই, নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, সাসটেইনেবল গোল অর্জন করতে হলে জাতিসংঘ কর্তৃক ঘোষিত ৫০ ভাগ দুর্ঘটনা কমিয়ে আনতে হবে। জাতিসংঘ বলেছে, বাংলাদেশে রাজনৈতিক সদিচ্ছা থাকলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.