তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ রবিবার (১৭ নভেম্বর) ২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেঁতুলিয়া উপজেলা বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৩৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানাযায় ৭টি ইউনিয়ন আওয়ামীলীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ৭ জন, স্বতন্ত্রপ্রার্থী ২১জন, জাকের পার্টি ০২ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এবছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে কোন প্রার্থী দেন নাই। তবে বিএনপি’র অনেক নেতা-কর্মী স্বেচ্ছায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে এবার তরুণদের অগ্রধিকার দিয়ে নৌকা প্রতীক তরুণ প্রার্থীদের দলীয় প্রতীক দেয় আওয়ামীলীগ। দলীয় মনোনয়ন না পেয়ে অনেক ত্যাগী আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিল করেছেন।
সংরক্ষিত আসনে ৯২জন এবং সাধারণ সদস্য পদে ২শত ৬১ জন মনোনয়ন দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার আলী হোসেন জানান, দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই সহ আগামী ২৬ তারিখ প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে এবং ২৭ তারিখে স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। #
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.