আজকের ক্রাইম ডেক্স
সংসদের আগামী অধিবেশনে রাজাকারের তালিকা পাস করা হবে'
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ অধিবেশনে রাজাকারের তালিকা উপস্থাপন হবে। সেটি বিল আকারে পাস হবার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে রংপুরে নবনির্মিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।
এসময় মন্ত্রী কুমিল্লার ঘটনা প্রসঙ্গে বলেন, 'পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যারা আসতে চায়, কুমিল্লার ঘটনায় তাদের মদদ থাকতে পারে।
মন্ত্রী বলেন, প্রকৃত হিন্দু বা প্রকৃত মুসলমানরা কোন ধর্মের অবমাননা করতে পারে না। কুমিল্লার ঘটনা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করা হবে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদ এরশাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করীম রাজু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববী মন্ত্রীর সঙ্গে ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.