আজকের ক্রাইম ডেক্স
মহামারি করোনভাইরাসের সংক্রমণ রোধে ষাটোর্ধ্ব যেসব ব্যক্তি চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সোমবার (১১ অক্টোবর) ডব্লিউএইচওর টিকাবিষয়ক উপদেষ্টারা এ সুপারিশ করেছেন বলে এএফপির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডব্লিউএইচওর টিকাদান বিষয়ে বিশেষজ্ঞদের নীতিনির্ধারণী দল স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনাইজেশন (এসএজিই) বলেছেন, ষাটোর্ধ্ব যেসব ব্যক্তি চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের তৃতীয় বা বুস্টার ডোজও নেওয়া উচিত।
তবে তারা সবাইকে বুস্টার বা তৃতীয় ডোজ টিকা দেওয়ার সুপারিশ করেননি। ডব্লিউএইচও বলছে, ৬০ বছরের বেশি এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, শুধু তারাই এই তৃতীয় ডোজ নেবেন।
এদিকে এসএজিই জানিয়েছে, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম এবং যারা বয়স্ক, তাদের করোনাভাইরাসে সংক্রমিত হলে ঝুঁকি বেশি থাকে। এজন্য শুধু তাদের ক্ষেত্রে তৃতীয় বা বুস্টার ডোজের কথা বলা হচ্ছে।
এসএজিই আরও জানিয়েছে, এক্ষেত্রে সিনোভ্যাক বা সিনোফার্মের টিকার সরবরাহ কম থাকলে আলাদা টিকা তৃতীয় ডোজ হিসেবে দেওয়া যেতে পারে।
তবে আগে প্রথম দুই ডোজ টিকা দেওয়ার ওপর বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। এরপরই বয়স্কদের তৃতীয় ডোজ টিকা দেওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.