আজকের ক্রাইম ডেস্ক: রোজ গোসল না করায় সংসার ভেঙেছে এক দম্পতির। স্ত্রী রোজ গোসল করেন না, আর এই নিয়েই প্রতিদিন ঝগড়া হতো তাদের।
একপর্যায়ে অতিষ্ঠ হয়ে স্ত্রীকে তালাকই দিলেন ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ের এক ব্যক্তি।
সম্পর্ক বাঁচাতে নারী সুরক্ষা সেলের তরফে অনেক চেষ্টা সত্ত্বেও কিছুতেই বোঝানো সম্ভব হচ্ছে না নাছোড়বান্দা স্বামীকে। খবর আনন্দবাজার পত্রিকার।
নারী সুরক্ষা সেলের তরফে জানা গেছে, বছর দু’য়েক আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। তাদের একটি এক বছরের শিশু সন্তানও রয়েছে। স্বামী তালাক দেওয়ার পর স্ত্রী-ই প্রথম অভিযোগ জানিয়েছিলেন সেলে।
ওই দম্পতির সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর সব রকম চেষ্টা করা হয়েছিল নারী সুরক্ষা সেলের পক্ষ থেকে। সেল জানায়, স্বামীর সঙ্গে ঘর করতে চাইছিলেন ওই নারী।
কিন্তু ওই ব্যক্তিকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। স্ত্রী গোসল করতেন না বলে রোজ তাদের মধ্যে ঝগড়া হতো এই নিয়ে। যদিও এটা খুবই ছোট বিষয়।
বিবাহবিচ্ছেদ হলে তাদের সন্তানের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। এই বিষয়টি তাদের বোঝানোর চেষ্টা করছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.