আজকের ক্রাইম ডেক্স
বেঙ্গল মাল্টিমিডিয়া গেল মার্চ মাসে ঘোষণা দিয়েছিলো ‘বায়োপিক’ সিনেমা নির্মাণের। একই সাথে জানানো হয়েছিলো ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পরীমনি। ‘বায়োপিক’ ছবি দিয়ে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন তারা।
এদিকে ঘোষণার ৬ মাস পার হতে চললেও কাজ এখনো শুরু হয়নি ‘বায়োপিক’ -এর।
এরমধ্যে নায়িকা পরীমনি গ্রেফতার হওয়ায় ছবিটিয়ে তৈরি হয়েছিলো ধোঁয়াশা। তবে শংকাই কেটে গেছে।
জানা গেলো, ছবিটির ক্যামেরা ওপেন হতে চলেছে আগামী অক্টোবর মাসেই। ছবির শিল্পীদের শিডিউল সে অনুযায়ীই নেয়া হচ্ছে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেল। তারা বলছে, আগামী ১৫ অক্টোবর থেকে শুটিং শুরু হবে। শুটিং হবে রাজধানী ঢাকাতে। এরপর গাজীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যায়ণ।
জানা গেছে, ‘বায়োপিক’ সিনেমাটি কোনো ব্যক্তির জীবনী নিয়ে নয়। এটি একদমই আলাদা এবং থ্রিলার গল্পে নির্মিত হবে।
এটি নির্মাণ করছেন সঞ্জয় সমদ্দার। সিনেমাটি আগামী বছরের শুরুর দিকে মুক্তি পেতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.