অনলাইন ডেস্ক
ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিষয়ে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা রানেকে হেফাজতে নিতে রত্নগিরির পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। তার অন্তর্বর্তী জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে রত্নগিরি আদালত।
ঘটনার সূত্রপাত কোঙ্কণ এলাকায় ‘জন আশীর্বাদ শোভাযাত্রা’কে কেন্দ্র করে।
সেখানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধবকে আক্রমণ করেন রানে। তিনি বলেছিলেন, ‘দেশের কততম স্বাধীনতা বর্ষপূর্তি সে সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বক্তৃতার সময় তাকে জেনে নিতে হচ্ছে স্বাধীনতার কত বছর হল! যদি আমি সেখানে উপস্থিত থাকতাম তা হলে তাকে একটা চড় মারতাম। ’
রানের ওই মন্তব্য ভালোভাবে নেয়নি শিবসেনা। রানের বিরুদ্ধে এফআইআর করা হয়। অভিযোগ করেছে শিবশেনার যুবশাখা যুবসেনাও।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.