আজকের ক্রাইম ডেক্স
অভিনেতা নিলয় আলমগীর সম্প্রতি বিয়ে করেছেন। এটি তার দ্বিতীয় বিয়ে। তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। গেল জুলাই মাসে বিয়ে করলেও সেটি প্রকাশ হয় প্রায় এক মাস পর।
নিলয়ই তার বিয়ের খবরটি প্রকাশ করেছেন। কিন্তু এই খবর সামনে আসতে সোশ্যাল মিডিয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন তিনি। নতুন বউকে নিয়ে বিয়ের ছবি পোস্ট করলেই তার কিছু অনুসারী বাজে মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন। নেটিজেনদের এমন আচরণে হতাশ নিলয়।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন এ প্রসঙ্গে। নিলয় লিখেছেন, ‘‘কী যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি, দ্বিতীয় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করিনি। নতুন বউয়ের সাথে হাসিখুশি ছবি দিলে কমেন্ট করছে- ‘এত নির্লজ্জ কেন আপনি, দ্বিতীয় বিয়ে করেছেন আবার বউয়ের সাথে ছবি দেন।’
একা ছবি দিলাম, তাতেও সমস্যা; বিয়ের পর একা ছবি কেন। আমার বিড়ালের সাথে ছবি দিলাম, সেটাও সমস্যা।’’
নিলয় আরও লেখেন, বিয়ে উপলক্ষে স্ত্রী হৃদির সঙ্গে প্রায় এক হাজার ছবি তুলেছেন। কিন্তু সেগুলো আপলোড করতে পারছেন না নেটিজেনদের গালির ভয়ে।
এদিকে নিলয়ের এই অবস্থায় পাশে দাঁড়ালেন সংগীত তারকা ও অভিনেতা তাহসান। তিনি নিলয়ের স্ট্যাটাসটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘প্রতিদিন কাউকে না কাউকে হেয়-প্রতিপন্ন করার তাগিদটা কি খুব জরুরি? এটা কি খ্যাতির বিড়ম্বনা নাকি একটা সামাজিক ব্যাধি?’
প্রসঙ্গত, ২০১৬ সালে নিলয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে এক বছর পরই তারা বিবাহবিচ্ছেদ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.