আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের সীমান্ত এলাকা জকিগঞ্জে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। বাপেক্সে কোম্পানীর খননকৃত গ্যাসক্ষেত্রকে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ আগষ্ট) দুপুরে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে ‘এনার্জি সিকিউরিটি: মডার্ন কনটেক্সট, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ ঘোষণা দেন। এসময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, সিলেটের জকিগঞ্জের নতুন এই গ্যাসক্ষেত্রে মজুদ রয়েছে ৬ হাজার ৮০০ কোটি ঘনফুট গ্যাস। যেখান থেকে প্রতিদিন ১ কোটি (১০ মিলিয়ন) ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে এবং এই হারে ১২ থেকে ১৩ বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে এই গ্যাস। উত্তোলনযোগ্য এই গ্যাসের মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা বলে জানান।
জানা যায়, রূপকল্প -২ খনন প্রকল্পের অধীনে জকিগঞ্জ পৌরসভার পশ্চিম আনন্দপুরে একটি কূপ খননের আনুষ্ঠানিক কাজ শুরু হয় ২০১৮ সালে। লক্ষ্যমাত্রা ও প্রত্যাশা ছিলো ২৯৯১ মিটার খনন আর ৬০ থেকে ১৫০ বিলিয়ন ঘটফুট গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত করা। জমি অধিগ্রহণ শেষে বাংলাদেশের রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্স নিজস্ব বিজয়-১২ রিগ স্থাপনের মাধ্যমে মূল কূপ খননের কাজ শুরু করে গত ১ মার্চ। রাত-দিন একই কর্মযজ্ঞ চলে এখানে। সে কারণেই মাত্র ২ মাস ৭ দিনে ২৮৮৮ মিটার কূপ খনন কাজ শেষ হয় ৮ মে। যদিও ২৮৭০ থেকে ২৮৮৮ মিটারের মধ্যেই গ্যাসের সন্ধান পাওয়া যায়। গত ৮ মে ডিএসটি পরীক্ষা শেষে প্রাথমিক ভাবে নিশ্চিত হয় এখানে গ্যাস মজুদের বিষয়টি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.