অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এবার একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন। জানা গেছে, প্রাথমিকভাবে ১১ নারীকে যৌন হয়রানির প্রমাণ পাওয়ায় কুমোর বিরুদ্ধে এই অপরাধের তদন্ত শুরু হয়েছে।
এর আগে, কুমো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আইন লঙ্ঘন করে অনেক নারীকে যৌন হয়রানি করেছেন বলে নিউইয়র্কের অ্যার্টনি জেনারেল কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়। যদিও এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি, নিউইয়র্কের ডেমোক্র্যাট সেনেটর চাক শুমার এবং কার্স্টেন গিলিব্র্যান্ড-এর মনোভাবে সায় দিয়ে প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আমি মনে করি তার পদত্যাগ করা উচিৎ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.