অনলাইন ডেস্ক
চীনকে ঠেকাতে এবার দক্ষ সেনার ইউনিটকে লাদাখে মোতায়েন করল ভারত। গত কয়েক মাসে প্রায় ১৫ হাজার সেনা সেখানে মোতায়েন করা হয়েছে।
লাদাখে ভারত-চীন সীমান্তে লাল ফৌজ যাতে তাদের পেশিশক্তির আস্ফালন করতে না পারে, আর যদিও করেও তার যোগ্য জবাব দিতে দক্ষ বাহিনীকে মোতায়েন করা হয়েছে।
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের তৎপরতা দেখে কোনো রকম ঝুঁকি নিতে চায় না ভারত। তাই এ বার আরও বেশি সেনা সেখানে মোতায়েন করা হয়েছে।
সেনার ১৭ মাউন্টেন স্ট্রাইক কোর-কে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই কোরের আরও ১০ হাজার সেনা ভারত-চীন সীমান্তে পাঠানো হয়েছে। গত বছর থেকেই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দু’দেশের মধ্যে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।
গলওয়ানে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। সেনা সরানো নিয়ে চীনের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছে ভারত। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং আরও বেশি সেনা মোতায়েনের পথে হেঁটেছে তারা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পাল্টা সেনার সংখ্যা বাড়িয়েছে ভারতও। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে মাউন্টেন কোরের পাশাপাশি এ বার দক্ষ সেনাও মোতায়েন করল ভারত।
সূত্র: আনন্দবাজার।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.