মোহাম্মাদ আলী
বাবুগঞ্জ ( বরিশাল) ঃ বরিশালের বাবুগঞ্জে প্রথম ধাপের ৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে ৪ টি ইউনিয়ন পরিষদের ২ টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা, একটিতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের নিরঙ্কুশ বিজয় হয়েছে। বাকি ১ টি ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
কোন ধরনের সহিংসতা ও অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে সম্পন্ন বাবুগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়নের ভোট গ্রহন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারী পুরুষ দল বেধে ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। কোন ধরনের বাধা বিপত্তি ছাড়া নিজের ভোট নিজে দিতে পেরে ভোটাররা আনন্দ প্রকাশ করেন।
গতকাল সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ চলে।
নির্বাচনে ১টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। বাকি ৩টিতে ভোটগ্রহণ হয়েছে ব্যালটের মাধ্যমে।
নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নূরে আলম বেপারী ৬৬৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী পেয়েছেন ২৯৩৩ ভোট।
মাধবপাশা ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান ৬৩১৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদীন পেয়েছেন ৫৩১০ ভোট।
আগরপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র পদপ্রার্থী মোঃ কামরুল আহসান হিমু ৬৯৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী নৌকা প্রতীকের প্রার্থী মোঃ তারিকুল ইসলাম তারেক পেয়েছেন ৩৯৮৬ ভোট।
দেহেরগতি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মশিউর রহমান ৮৩৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোঃ রনি খান পেয়েছেন ৩০৫১ ভোট।
প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৩৭টি।
এই নির্বাচনে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করেন।
এছাড়াও নির্বাচনে পুলিশের সদস্য, স্ট্রাইকিং পুলিশ, র্যাবের টিমসহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.