রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বানারীপাড়ায় বাইশারী ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তীর নৌকা প্রতীকের সমর্থনে ২নং ওয়ার্ডে (উত্তরকুল) উঠানবৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠানবৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সহকারী অধ্যাপক জাকির হোসেন, নৌকার প্রার্থী বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ প্রমুখ। প্রভাষক মামুন আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. আক্তার হোসেন, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা খাইরুল হাসান মাল, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দিন জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ভক্ত কর্মকার, আওয়ামী লীগ নেতা ও সাবেক সেনা সদস্য মো. হারুনুর রশীদ, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী, শাওন আহমেদ প্রমুখ। বক্তারা এ সময় বাইশারী ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত এক আলোকিত ইউনিয়নে পরিণত করতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.