আজকের ক্রাইম ডেক্স
কথায় বলে আনন্দের কথা জানাতে হয় হলুদ ফুল দিয়ে। হলুদ আবার বন্ধুত্বের রঙও। গ্রীষ্মের শুরুতেই বাহারি হলুদ ফুলে ছেয়ে গেছে আয়ারল্যান্ডের পথঘাট। রাস্তার দু’পাশে, মাঠে-পার্কে ছড়িয়ে থাকা এই ফুল অপরূপ সৌন্দর্যমণ্ডিত করেছে ইউরোপের এই দেশটিকে।
দিনের কিছু সময় হালকা ঠাণ্ডা, আবার কিছুটা গরমে আয়ারল্যান্ডের প্রকৃতিতে এসেছে অনেক পরিবর্তন। হলুদ আর বাসন্তি ফুলে ছেয়ে গেছে পথঘাট। গ্রীষ্মের আলো ঝলমলে দিনগুলোকে আরও রাঙিয়ে তুলতেই যেন প্রকৃতির এ আয়োজন।
বার্বারিস, ল্যাবার্নাম অ্যানগাইরিস বা সোনালি বৃষ্টি নামের ফুল ছাড়াও নানা জাতের ফুলগুলো যেন আকাশের সঙ্গে সখ্যতা করার মায়াময় আকুতি তুলে ধরছে। মোহময় এ সৌন্দর্য্য উপভোগে ঘর থেকে বেরিয়ে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা।
সবুজ পাতার মাঝে হলুদের এই বর্নিল আলোর খেলায় প্রকৃতি যেন নবযৌবনা। চারিদিকে শুধু নানা জাতের হলুদ ফুলের ছড়াছড়ি। গ্রীষ্মের মাঝে এ যেন ঝুলে থাকা হলুদের শীতলপাটি। সুখ আর আনন্দের ভাষা যদি প্রকাশ হয় হলুদ ফুলল,তবে সে সুখানন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের মাঝে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.